নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়ন থেকে রাশেদুল ইসলাম রাকিব নামে ২৭ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।

শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে শ্যামেরগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক রাশেদুল ইসলাম রাকিব কালিকাপুর গ্রামের শহিদুল হক দুলালের ছেলে।

জানা গেছে, রাতে শ্যামেরগাঁও এলাকায় এক নারী পথচারীর গতিরোধ করে দুই যুবক। এ সময় তারা ওই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা করে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে যুবকদের মধ্যে একজন পালিয়ে যায়। অপর যুবককে অস্ত্রসহ আটক করে লোকজন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলজিসহ আটক রাকিবকে থানায় নিয়ে আসে। ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।