নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর সোনাইমুড়ি অম্বরনগর ইউনিয়নের যুবলীগ নেতার বাড়ি থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের একটি দল কাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জনকে হাতেনাতে আটক করে। তাদের ৫নং অম্বর নগর ইউনিয়ন যুবলীগ সভাপতি নুর আলম ভুলুর (৩৫) নিজ বাড়ি থেকে জুয়া খেলায় অবস্থায় আটকে করে।
আটকৃতরা হলেন একই ইউনিয়নের আবু বকর সিদ্দিক (২০),আতাউর রহমান খান (৩০),মোহাম্মদ শাহিন (৪৫), নুরুল আলম বুলু (৩৫),আলাইয়াপুর ইউনিয়নের নূর হোসেন পলাশ(২৫),আব্দুল লতিফ (২৫), কুতুবপুর ইউনিয়নের আজাদ হসেন(২৮)। পরে তাদের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মামলা দায়ের করা হয়
এই বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা দায়েরের পর তাদেরকে কোর্টে চালান করে দেয়া হয়।