নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে যাত্রীবাহী বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আপানিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে সোনাইমুড়ী বাজারের দিকে যাচ্ছিল তিন আরোহী। মোটরসাইকেলটি আপানিয়া এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে তিন আরোহী নিহত হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।