নোয়াখালীর বার্তা ডটকমঃ দু’ দশকের ঐতিহ্যের স্বাক্ষী সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী প্রেসক্লাবে নবীন-
প্রবীনের সমন্বয়ে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
বুধবার পৌরশহরের রৌশন কমিউনিটি সেন্টারে ২৯
জন ভোটারের মধ্যে ২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে খোরশেদ আলম (যায়যায়দিন) ও গোপন ভোটে ৪র্থ বার সাধারণ সম্পাদক পদে বেলাল হোছাইন ভূঁইয়া (ইনকিলাব/নিউ ন্যাশন) নির্বাচিত হন।

সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সহ-সভাপতি আবুল কাশেম শামসুদ্দিন ও কার্যকরী সদস্য হোসেন মাষ্টার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি শাহ জাহান আলম ভূঁইয়া, মামুনুর রশিদ, সহ-সভাপতি মো: সেলিম , শিবলু মোশারফ, আবদুস সালাম মাছুম , যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক টি.এ. সেলিম, কোষাধ্যক্ষ প্রভাষক ফজলুল হক, প্রচার সম্পাদক জুয়েল রানা, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক গুলজার হানিফ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন মাহমুদ, সম্মানিত সদস্য নাজমুল হক নাজিম, সামছুল আরেফিন জাফর, মুক্তিযোদ্ধা এম.এ. মতিন, আবুল কাশেম শামসুদ্দিন, হোসেন মাষ্টার, আনোয়ার বারী পিন্টু, মনিরুল
ইসলাম ফয়সাল, জাহাঙ্গীর আলম, আবদুল মতিন, মামুনুর রশিদ, অনুপ সিংহ, মোহাম্মদ উল্যাহ ভূঁইয়া, মাহফুজুর রহমান ভূঁইয়া, মোরশেদ আলম।