নোয়াখালী সংবাদ | তারিখঃ September 9th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 15864 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীতে ওয়ান ফার্মা লিমিটেডের আঞ্চলিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সোমবার মাইজদীর নাইচ গেস্ট হাউসে ওয়ান ফার্মা লিমিটেডের আঞ্চলিক সেলস ম্যানেজার মোহাম্মদ সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ফার্মা লিমিটেডের সেলস ম্যানেজার নাসির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রোডাক ম্যানেজার জাকির হোসেন রিজভী
এ ছাড়া ও ওয়ান ফার্মা লিমিটেডের এরিয়া ম্যানেজার ও নির্ধারিত শাখাগুলোর ইনফরমেশন অফিসার গন অংশ নেন।
ওয়ান ফার্মা লিমিটেডের সেলস ম্যানেজার নাসির আহমেদ, বলেন ব্যবসায় প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য সবাইকে মাসের শুরু থেকে কাজ করতে হবে।
সভায় সারা দেশের মধ্য থেকে বিশেষ পন্য বিক্রয়ে সফলতা অর্জনের জন্য সিনিয়র এরিয়া ম্যানেজার কনকেশর দেবনাথ রতন, এম আই ও মোস্তফা কামাল, এম আই ও মফিজুল্লাহ কবির ও এম আই ও মেরাজুল করিমকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য ওয়ান ফার্মা লিঃ বাংলাদেশের নতুন প্রজন্মের ঔষধ কোম্পানি গুলোর মধ্যে অন্যতম। মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে “সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং উন্নতমানের কাঁচামাল ব্যবহার করে বিশ্বমানের ঔষধ উৎপাদন” এই দুটি মূলমন্ত্র নিয়ে ২০১৫ সালের নবেম্বর মাসে যাত্রা শুরু করে দেশের প্রত্যন্ত এলাকায় মানসম্পন্ন ঔষধ পৌঁছে দেওয়ার পাশাপাশি ইতিমধ্যে বর্হিবিশ্বে সুনামের সাথে ওষুধ রপ্তানি করে আসছে।
Leave a Reply