নোয়াখালী সংবাদ | তারিখঃ December 14th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 4441 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ শালিস বৈঠকে মিমাংসার পরও চাটখিলে ইউপি চেয়ারম্যানের রায়কে উপেক্ষা করে সাজুদা বেগম নামের ৫৫ বছর বয়সি বৃদ্ধার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
হামলায় মারাত্নক আহত সাজুদা বেগমকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাজুদা বেগমের পরিবার জানান গত দুইমাস পূর্বে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের বাড়ির এমরান হোসেন এবং তার পরিবার তাদের উপর সন্ত্রাসী হামলা করে এবং পরে গ্রাম্য আদালতে অভিযোগ করে গত ১২ ডিসেম্বর গ্রাম্য শালিশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান শেখ উভয় পক্ষকে মিলিয়ে দেয়।
শুক্রবার পুনরায় শহীদ উল্যাহ এবং তার ছোট ভাই এমরান হোসেন সাজুদা বেগমের উপর সন্ত্রাসী হামলা করে এতে সাজুদা বেগমের মাথা ফেটে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে তারা চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করে দেন।
এই ব্যপারে বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান শেখের সাথে যোগাযোগ করলে তিনি গ্রাম্য আদালতে উভয় পক্ষকে মিলিয়ে দোওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান এবং পুনরায় সাজুদা বেগমের উপর হামলার নিন্দা জানান।
Leave a Reply