এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ December 19th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 17972 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালী সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকার রোজ বিউটি পার্লার মালিক ও দুই কর্মীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- রোজ বিউটি পার্লারের মালিক নাসিমা আক্তার (৪০), পার্লার কর্মী শিমু (২২) ও সূচী (২০)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান জানান, এক প্রবাসীর স্ত্রী গায়ে হলুদের একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য রোজ বিউটি পার্লারে সাজতে যান। তখন মেয়াদোত্তীর্ণ প্রসাধনী দিয়ে তার রুপচর্চা করা হয়। তখন গৃহবধূ তাদের জানিয়েছিলেন, তার মুখ প্রচন্ড জ্বালা করছে। পার্লার কর্মীরা বলেছিলেন, এটা তেমন কিছু না। পরে, মেকআপ তুলে ফেললে দেখা যায়, তার মুখ আগুনে পোড়ার মতো ঝলসে গেছে। তার অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় তাদের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন প্রসাধনী সামগ্রীও জব্দ করা হয়।
Leave a Reply