এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ December 25th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 17463 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ সারাদেশে চলমান শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি প্রচন্ড ঠান্ডায় কাঁপছে নোয়াখালীর সোনাইমুড়ীবাসীও। গ্রামীণ এ জনপদে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা ও ঘনকুয়াশায় ছিন্নমূল-হতদরিদ্রদের কাহিল অবস্থা। শীতবস্ত্রের অভাবে কনকনে শীতে দিন অতিবাহিত করছে হতদরিদ্র নারী-পুরুষ ও ছিন্নমূল মানুষেরা। ঠিক সেই মুহুর্তে শীতার্থদের পাশে এসে দাঁড়িয়েছেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিনা পাল। গত ২ দিন ধরে সন্ধ্যার পর থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে ছুটে গিয়ে শীতার্থদের গায়ে কম্বল জড়িয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংগ্যজাই মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ আব্দুল মতিনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় হতে বরাদ্ধকৃত অসহায় হতদরিদ্রের মাঝে সরকারীভাবে কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের শীতার্থ অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি ।
Leave a Reply