নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর হাতিয়ায় ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার ভোরে উপজেলা চরকিং ইউনিয়নে আনামিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই গ্রামের নাছির উদ্দিন ও মনির উদ্দিন।

হাতিয়ার কোস্টগার্ড স্টেশন অফিসার লে. মেহেদী হাসান জানান, ৭৮টি ইয়াবাসহ তাদের আটক করা হয়। তিনি জানান, গোপন তথ্য পেয়ে মাদক কারবারি নাছির ও মনিরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ৭৮টি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।