নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলার সাধুরখিল এ আই মাদ্রাসার ৫ম শ্রেণিতে পড়ুয়া মহিনী আক্তার মুনিয়ার (১২)বাল্য বিয়ের আয়োজন চলছিল। বাবা মায়ের বিচ্ছেদের পর মায়ের অন্যত্র বিয়ে যাবার পর শিশু বেলা থেকেই নানা লিয়াকত আলী নানী রশিদা খাতুনের সাথে সাধুরখিল গ্রামের সর্দার বাড়িতে বড় হয় সে। সম্প্রতি তার নানী তার বিয়ে ঠিক করে এক শ্রমিকের সাথে। মুনিয়া এই বিয়েতে রাজি না হয়ে তার মাদ্রাসার সুপারকে জানান। বিষয়টি জটিল হতে দেখে মুনিয়ার নানী মুনিয়ার বিয়ের আয়োজন করতে পাশ্ববর্তী জেলা লক্ষ্মীপুর সদর উপজেলার হাজির পাড়াতে তার আত্নীয়ের বাড়িতে নিয়ে যায় তাকে।এদিকে মুনিয়ার সহপাঠিরা বিষয়টি জানতে পেরে এই বাল্য বিয়ে বন্ধ করতে তারা সোমবার সকাল ১১টার দিকে বিক্ষোভ সহকারে গিয়ে মুনিয়ার নানার বাড়ি ঘেরাও করে।
মাদ্রাসার সুপার মাওলানা সফি উল্যা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে সহকারী কমিশনার (ভূমি) উম্মে কুছুম মনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা জহুর আহমেদকে সাথে নিয়ে মনিয়ার নানার বাড়িতে উপস্থিত হন এবং মুনিয়াকে হাজির পাড়া থেকে এনে তার বাল্যবিয়ে বন্ধ করেন এবং তার প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেয়া যাবেনা মর্মে অভিভাবকদের মুচলেকা নেন।