সাইফুল ইসলাম রিয়াদঃ পরীক্ষা এখনো শেষ না হলেও চাটখিল উপজেলার সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষার্থী মিতুর বিয়ের প্রস্তুতী চলছিল বেশ জোরে শোরেই। দু’দিন পরেই তার বিয়ে প্রবাসী বর রিয়াদের সাথে। আজ সোমবার দুপুরে স্কুলের শিক্ষার্থীবন্ধু/সহপাঠিরা তার বাড়ি ছুটে যায় লাল পতাকা নিয়ে তার বাল্য বিয়ের প্রতিবাদে। খবর পেয়ে মিতুর বাড়িতে ছুটে আসেন স্বয়ং চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম। সংগে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভুইয়া সহ অন্যান্যরা। বাল্য বিয়ের কুফল বুঝিয়ে এবং মিতুকে সময়ের আগে বিয়ে না দেয়ার মুচলেকা নিয়ে শেষমেষ ঠেকানো হয় এই বাল্য বিয়ে।
এই নিয়ে গত কয়েকদিনে উপজেলা প্রসাশনের হস্তক্ষেপে প্রতিরোধ করা হয় ৫ টি বাল্য বিয়ে।