নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালী চাটখিলে সান লাইফ ইন্সুরেন্স কোম্পানীর বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পৌরসভার আজিজ সুপার মার্কেটের সান লাইফ ইন্সুইরেন্স অফিসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান লাইফ ইন্সুরেন্স লিমিটেডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ।

বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী,ফেণী, লক্ষ্মীপুর) চাটখিল সার্ভিস সেন্টারের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মহিন উদ্দিন বিকম এর সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান লাইফ কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, কুমিল্লা ডিভিশনাল ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, কুমিল্লা ডিভিশনাল অফিসের এ এম ডি মোহাম্মদ আতাউর রহমান বাবু, হাজিগঞ্জ সার্ভিস সেন্টারের ইনচার্জ ইলিয়াস হাওলাদার প্রমূখ।

সভায় প্রধান অতিথি সহ বক্তারা এই অঞ্চলে সান লাইফ ইন্সুরেন্সকে এগিয়ে নিতে মহিন উদ্দিন বিকম এর সুযোগ্য নেতৃত্বের ব্যপক প্রশংসা করেন।

চাটখিল সার্ভিস সেন্টারের জুনিয়র এএমডি আনিসুর রহমানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী, ফেণী, লক্ষ্মীপুরের সকল অফিস ইনচার্জবৃন্দ।
এর আগে নোয়াখালী, ফেণী, লক্ষ্মীপুর থেকে আঘাত পাঁচ শতাধিক বিমা কর্মকর্তা ও বিমা কর্মী দের প্রশিক্ষণ দেন বিমা প্রশিক্ষক জামিল উদ্দিন।