এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ March 11th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 3737 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার (সদস্য) মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) ১৪শ পিস ইয়াবা ও লুবনা (২৪) নামে এক নারীসহ চট্টগ্রামের চান্দগাঁও থানায় গ্রেফতার হয়েছে।
ইউপি সদস্য জাহাঙ্গীর আলম উপজেলার চরহাজারী ইউনিয়ন ২নং ওয়ার্ডের সফি উল্যার ছেলে এবং লুবনা একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাহার খান মেম্বার বাড়ীর বাবুল খানের মেয়ে।
বুধবার সকালে চট্টগ্রামের চান্দগাঁও থানার উপ-পরিদর্শক এসআই আবদুল কাদের গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর আলম ও লুবনা দু’জন টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গত বৃহস্পতিবার রাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বাদী হয়ে জাহাঙ্গীর ও লুবনাকে আসামী করে চাঁন্দগাও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে (মামলা নং-৮, তারিখ ৫/৩/২০২০)। গত শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে চট্টগ্রামে জেলা কারাগারে পাঠানো হয়েছে
Leave a Reply