নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে জনবসতিপূর্ণ এলাকা ও বিদ্যালয়ের পাশে ইটভাটা স্থাপন করায় দুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম মীর কামরুজ্জামান কবির এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো- চাটখিল উপজেলার যমুনা ব্রিকস ও স্টার ব্রিকস।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মীর কামরুজ্জামান কবির জানান, ওই দুই ইটভাটার মালিক নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে জনবসতিপূর্ণ এলাকায় ও কয়েকটি বিদ্যালয় সংলগ্ন পরিবেশে এ ইটভাটা স্থাপন করে অবৈধভাবে ইট প্রস্তুত করছিল। এছাড়াও ইটভাটা দুটোর লাইসেন্স ছিল না। তাই ওই দুইটি ইটভাটার মালিকদেরকে প্রাথমিকভাবে এক লাখ টাকা করে জরিমানা ও সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সৌমেন মৈত্র, ফায়ার সার্ভিস চাটখিল সার্কেল ও চাটখিল থানা পুলিশ সহযোগিতা করে।

নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, জেলার নয়টি উপজেলার অবৈধ ইটভাটাগুলোতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বিনা লাইসেন্সে কেউ ইটভাটা চালাতে গেলে তাকে আর্থিক জরিমানাসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হবে।