নোয়াখালীর বার্তা ডটকমঃ সাধন চন্দ্র মজুমদার (৫০) একমাত্র সম্বল জমিটুকু বিক্রি করে ৩৪ লাখ টাকা জমা রেখে ছিলেন চাটখিল উপজেলার খিলপাড়া পোস্ট অফিসে। ভেবে ছিলেন এই সঞ্চয়ের টাকার মাসিক লাভের অংশ থেকে সংসারের ব্যায় মিটাবেন। খরচ চালাবেন দুই ছেলে মেয়ের পড়ালিখার। কিন্তু তার আগেই টাকা আত্নসাতের অভিযোগে ধরা পড়েন পোস্ট অফিসের পোস্ট মাষ্টার নুর করিম। তার স্ত্রী বেবী রানী মজুমদার জানালেন ,এই নিয়ে চরম হতাশা থেকে অসুস্থ হয়ে পড়েন সাধন এবং শুক্রবার রাতে মারা যান তিনি।
বেবী কান্না জড়িত কন্ঠে বলেন, এখন আমি কি করবো কিকরে চলবে বাকি জীবন?
সাধন চন্দ্র মজুমদার খিলপাড়া গ্রামের হরেন্দ্র চন্দ্রের ছেলে।
প্রায় ৯ মাস আগে পোস্ট মাষ্টার নুর করিম গ্রাহকদের জমানো কোটি কোটি আত্নসাৎ করার অভিযোগে গ্রেফতার হন। এ নিয়ে গ্রাহকরা নানা অফিসে ধরনা দিয়েও কোন কূল কিনারা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।
এ দিকে খবর নিয়ে জানা যায়, নুর করিম জামিনে রয়েছেন এখন। এ নিয়ো ভুক্তভুগী গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, এই নিয়ে শীঘ্রই আন্দোলনে যাবেন তারা।