অন্যান্য, এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ March 16th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 8111 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব আলমের অপসারণের দাবিতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করছেন।
সোমবার সকাল ১০টা থেকে তারা উপজেলা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন। নেতাকর্মীরা ওই ইউএনওর বিরুদ্ধে অভিযোগ এনে তার অফিস লক্ষ্য করে জুতা ও পাথর নিক্ষেপ করছেন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১০ জুন বেগমগঞ্জের ইউএনও হিসেবে যোগদান করেন মাহাবুব আলম। এর আগে তিনি দাউদকান্দি ইউএনও ছিলেন। ৫ মার্চ তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলি করা হলেও তিনি সেখানে যোগদান করেননি।
এ বিষয়ে বেগমগঞ্জের ইউএনও মাহবুব আলম বলেন, আমার বিরুদ্ধে কী অভিযোগ আমি নিজেই সেটি জানি না। তবে কিছু অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তারা ক্ষেপেছে। আর আমার বদলি-পদায়ন সব ঊর্ধ্বতন মহলের হাতে।
Leave a Reply