নোয়াখালী সংবাদ | তারিখঃ March 30th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 8032 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে জনসচেতনতামূলক প্রচারণা করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। এসময় তিনি হতদরিদ্র জনগণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করেন।
সোমবার দুপুরে বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করেন তিনি। প্রচারণাকালে পুলিশ সুপার করোনা প্রতিরোধে দোকানপাট বন্ধ, জনসমাগম নিষিদ্ধ ও ভাইরাসটির বিস্তার রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে পুলিশের এ সুরক্ষাসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। তিনি জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করেন।
Leave a Reply