সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম এমপির সার্বিক সহযোগিতায় চাটখিল-সোনাইমুড়ীর প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় ডাক্তারের কাছে রোগী নয় রোগীর কাছে ডাক্তার এই স্লোগানকে সামনে রেখে আজ ৭ এপ্রিল থেকে চাটখিল উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ভ্রাম্যমান মেডিকেল টিম চিকিৎসা সেবা প্রদান করবে
এ বিষয়ে চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খন্দকার মোস্তাক আহমেদ জানান এই ভ্রাম্যমাণ মেডিকেল টিমের নেতৃত্ব দিয়ে চিকিৎসা প্রদান করবে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন দক্ষ ডিপ্লোমা ডাক্তার যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।
আর জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা সহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে হটলাইন নম্বরগুলোতে কল করলে প্রয়োজনবোধে আপনার বাড়ি পৌঁছে যাবেন ভ্রাম্যমাণ মেডিকেল টীম। জরুরী স্বাস্থ্যসেবা পেতে হলে হটলাইন নম্বরগুলোত যোগাযোগ করার জন্য নির্দেশনা দেন। চাটখিলঃ 01730324861, 01707197431, 01757806788, 01720042951
সোনাইমুড়ীঃ 01730324865, 01817353605