নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে প্রবাসীর স্ত্রী মরিয়মী বেগম মনি (৩৪) হত্যার ঘটনায় অভিযুক্ত শাহজাহান সাজুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত দা’টি উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা শহর মাইজদীর সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার শাহজাহান সাজু উত্তর রামনারায়ণপুর গ্রামের আকবর খলিফার বাড়ির আলী আজমের ছেলে। সাজু পেশায় ট্রাকচালক ছিলেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার ঘটনায় নিহতের ভাই হাফিজ উদ্দিন বাদী হয়ে শাহজাহান সাজু ও সাজুর স্ত্রীকে আসামি করে একটি হত্যা মামলা করেন। হত্যার পর থেকে পরিবারসহ পলাতক ছিল সাজু। ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারের জন্য নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে বুধবার দুপুরে মাইজদী সোনালী ব্যাংকের সামনে ঘুরাঘুরি করা অবস্থায় সাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর সাজুর দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত ধারালো দা’টি সাজুর বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সাজুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।

বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল সোমবার বিকাল ৪টার দিকে মরিয়মী তাদের ঘরের মধ্যে তার ছেলেকে ভাত খাওয়াচ্ছিল। একটি স্টিলের বাটি নিয়ে খেলা করছিল বাচ্চাটি। খেলতে খেলতে বাটিটি নিচে পড়ে গিয়ে শব্দ হলে পাশের কক্ষে ঘুমে থাকা মরিয়মীর ভাসুর সাজুর ঘুম ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মরিয়মীকে অকথ্য ভাষায় গালমন্দ করলে তাদের মধ্যে বাকবির্তক হয়। এর এক পর্যায়ে সাজু পাশের কক্ষ থেকে একটি ধারালো দা এনে মরিয়মীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এত মরিয়মী অচেতন হয়ে মাটিতে লুটে পড়লে পালিয়ে যায় সাজু। পরে বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় মরিয়মীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত ৮টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।