নোয়াখালী সংবাদ | তারিখঃ May 10th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 2597 বার
সাইফুল ইসলাম রিয়াদঃ চাটখিলের এক ডিপ্লোমা চিকিৎসক নোয়াখালীর মাঈজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত আইসোলেশন সেন্টার দ্বায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত আজকের রিপোটে নোয়াখালীতে শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে তিনি একজন।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অফ ডিজিজ কন্ট্রোলার (এমওডিসি) ডাক্তার তামজিদ হোসেন জানান, সেই চিকিৎসক ইকবাল বাহার জুয়েল চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আধীনে নজিবুন্নেসা উপ-স্বাস্থ্য কেন্দ্র কামালপুর এ কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তথা ডিপ্লোমা চিকিৎসক কর্মরত ছিলেন।
তবে গত ২৯ এপ্রিল থেকে নোয়াখালী জেলা আইসোলেশন ইউনিটে দ্বায়িত্ব পালন করার কারনে জেলা শহরে অবস্থান করছিলেন।
Leave a Reply