নোয়াখালী সংবাদ | তারিখঃ May 16th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 3515 বার
সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং চাটখিল উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন কাজলের মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে এক শোক বার্তা দিয়েছে নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম এমপি।
শোক বার্তাটি নোয়াখালীর বার্তার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
চাটখিল উপজেলা বিএনপির সভাপতি জনাব আনোয়ার হোসেন এবং চাটখিল উপজেলা আওয়ামী লীগের সদস্য জনাব গিয়াস উদ্দিন কাজলের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
আমার জানামতে জনাব আনোয়ার হোসেন ভালো মানুষ ছিলেন এবং গিয়াস উদ্দিন কাজল আমার দলীয় অন্তঃপ্রাণ ও সুন্দর মনের মানুষ ছিলেন। আমি তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আজ শনিবার ভোর ৪:৪৫ মিনিটে তার নিজ বাসায় অসুস্থ বোধ করায় ঢাকা মেডিকেল হসপিটালে নিলে (আই সি ইউ) তে থাকা অবস্থায় মৃত্যু হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবং চাটখিল উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন কাজল আজ ভোরে করোনা আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
Leave a Reply