নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের দ্বীবার্ষিক পাল্টা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেলে ইমাপ্লাজা এর ফিদা অডিটোরিয়ামে প্রেসক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মতিনের সভাপতিত্বে এক বিশেষ সবায় নতুন কমিটি গঠন করা হয়।

সভায় সাধারন সদস্যদের কন্ঠ ভোটে

চতুর্থবারের মত সভাপতি নির্বাচিত হন (দৈনিক ভোরের কাগজ) প্রতিনিধি নাজমুল হক। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন (দৈনিক মানব কন্ঠ ও ডেইলী অবজারভা) প্রতিনিধি মো. মনিরুল ইসলাম ফয়সাল।

কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি(দৈনিক খবর পত্র) প্রতিনিধি মুক্তিযোদ্ধা এম এ মতিন,

হাসানুর রশিদ(দৈনিক দিশারী) যুগ্ম সম্পাদক,

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে শাহাদাত হোসেন ইমরান মির্জা, কোষাদক্ষ পদে আব্দুস সালাম মাসুম, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জুয়েল রানা নির্বাচিত হয়। গোলাম রাব্বানী রুবেল, আলাউদ্দিন আল পারভেজ, নাছির উদ্দিন পিন্টু, রেদোয়ান ভূঁইয়া, মিজানুর রহমান, সাইফুল ইসলাম জুয়েল, একে এম মহি উদ্দিন কার্যকরি সদস্য নির্বাচিত হয়।

প্রসঙ্গত যে গত কয়েক সপ্তাহ পূর্বে একটি কমটি গঠন করা হয়েছিল।