নোয়াখালী সংবাদ | তারিখঃ June 20th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 6328 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিলে করোনা উপসর্গ নিয়ে রহমত উল্যাহ (৬২) নামে এক আমেরিকা প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে তিনি চাটখিল স্কয়ার হাসপাতালে মারা যান।
জানা যায়, গত কয়েকদিন থেকে তিনি জ্বরে রোগে ভুগছিলেন। ১৭ জুন তিনি করোনা শনাক্তের জন্য নমুনা দেন (ফলাফল এখনো আসেনি)।
তিনি ৪ মাস আগে আমেরিকা থেকে দেশে ফিরেন। মরহুম রহমত উল্যাহ এক সময় উপজেলাস্থ মল্লিকা দীঘির পাড় সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক ছিলেন এবং উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
Leave a Reply