এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ August 7th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 24151 বার
সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর বেগমগঞ্জের জীরতলী এলাকা থেকে মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে নোয়াখালী পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ শুক্রবার মানব পাচারকারী চক্রের আসামি জাহাঙ্গীর আলম ৫৫ এবং আনোয়ার হোসেন কালা ২৮ কে কবিরহাট থানার মামলা গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায় আসামিরা একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের সদস্য। তারা দীর্ঘদিন থেকে দরিদ্র শ্রেনীর অসহায় মানুষদের লোভের ফাঁদে ফেলে বাংলাদেশ থেকে লিবিয়া নিয়ে আটক করে জুলুম অত্যাচার ও নির্যাতন করে এবং মোটা অংকের মুক্তিপণ আদায় করে আসছিল।
Leave a Reply