নোয়াখালী সংবাদ | তারিখঃ September 5th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 3015 বার
সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিল উপজেলার রাজ্জাকপুরে বাড়ি ও পোষ্ট অফিসের যাওয়ার রাস্তা বহাল রেখে স্কুলের নতুন ভবন নির্মান করার দাবীতে স্থানীয় স্কুল বাড়ির বাসিন্দারা ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।
উপজেলার রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মূখে শনিবার সকাল ১১ টা থেকে প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামের বয়োজিষ্ট ডাক্তার আবদুল মান্নান, রাজ্জাক পুর দারুলউলুম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মনির হোসেন পাটোয়ারী, রাজ্জাক পুর দারুলউলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা সামসুল আলম, গ্রামের
বয়োজৈষ্ঠ আনোয়ার হোসেন কালু, স্কুল কমিটির দাতা সদস্য ইসমাইল হোসেন সুজন, মাওলানা মিজানুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, প্রায় ৮০ বছর আগে যারা রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নিজেদের ব্যক্তিগত জমিন দিয়েছিলেন আজ তাদেরই বাড়ির পথ বন্ধ করে স্কুলের নুতন ভবনের কাজ করার উদ্যোগ চলছে। তারা আরো বলেন নুতন ভবন নির্মান হলে পেছনে থাকা সাব পোস্ট অফিসের যাওয়ার পথও রুদ্ধ হয়ে যাবে। বক্তারা বাড়ি ও পোস্ট অফিসের পথ রেখে স্কুল ভবন নির্মানের জন্যে সরকারের প্রতি আহবান জানান।
Leave a Reply