নোয়াখালীতে করোনা কালীন সময়ে করোনা সংক্রমণ এড়াতে লকডাউন চলাকালে আইন অমান্যকারীদের রিরুদ্ধে ৪৫ টি মামলায় ৫৮ হাজার ৫ শত টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত
শনিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এ তথ্য নিশ্চিত করে।
জেলা প্রশাসক্রে কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার জেলার উপজেলা সমূহের বিভিন্ন স্থানে লকডাউন মিনটরিং কার্যক্রমসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে বিকেল ৫ টার পর দোকান খোলা রাখা,মাস্ক না পরা,স্বাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৫টি মামলায় ৫৮ হাজার ৫ শত টাকা অর্থদন্ড করা হয়। একই সাথে জনসাধারণের মধ্যে ২৫০ টি মাস্ক বিতরণ করা হয়।
উপজেলাগুলোয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি)। একই সময়ে জেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যরা।