সাইফুল ইসলাম রিয়াদঃ সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাঁতের দিঘীর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে হচ্ছে বালু উত্তোলনে অভিযোগ পাওয়া গেছে। এতে হুমকির মুখে পড়েছে মসজিদ মাদ্রাসা সহ স্থানীয় বসত-বাড়ি।
বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট সবার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সাঁতের দিঘীর পাড় নূরানী ও জুনিয়র দাখিল মাদ্রাসার সহ সভাপতি শামছুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায় একটি কুচক্রী মহল অবৈধ ক্ষমতার বলে জোর পূর্বক দিঘী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। যার ফলে দিঘীরপাড়ে অবস্থিত মসজিদ-মাদ্রাসা ভবন সহ আশেপাশের সকল বসত-বাড়িকে হুমকির মুখে পড়েছে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ মোসা জানান, আমরা অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের একটি অভিযোগ পেয়েছি এবং এই বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।