সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিলে মসজিদের একাংশ সরকারি খালের উপরে পড়ায় নির্মাণ কাজ বন্ধ হয়ে গেলেও একই খালের ওপর কোনরকম বাধা ছাড়াই দোকান ঘর গড়ে তুলেছেন প্রভাবশালীরা।
শাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক মেম্বারে তত্ত্বাবধানে উপজেলার শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের উপর আরসিসি পিলার দিয়ে ঢালাই করে ও খাল ভরাট করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
শাহাপুর মধ্যবাজার বাঁশতলা রোডে ব্রিজ সংলগ্ন নির্মানাধীন মসজিদে আবু বকর সিদ্দিক (রাঃ) এক ফুটের মতো কিছু অংশ একই সরকারি খালের উপরে পড়ায় মসজিদের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি কিছুদিন পূর্বে শাহাপুর বাজার থেকে সোমপাড়া বাজারের মধ্যবর্তী সিএন্ডবি রাস্তার পাশে সরকারি খালের উপরে দোকান ঘর তুলতে গেলে বেশ কয়েকটি নির্মানাধীন কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সরেজমিন গিয়ে দেখা যায়, শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের একাংশ দখল করে পাকা পিলার, ছাদ ঢালাই, ইটের গাঁথুনি দিয়ে দোকানঘর নির্মাণ করছেন শাহাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দার সৌদি প্রবাসী আমির হোসেন ও তার প্রতিবেশী কবির হোসেন। পাশাপাশি দিঘীরপাড় নামক স্থানে খালের আরেকাংশে দখল করে জাহাঙ্গীর আলম নামের জনৈক ব্যক্তি।
সৌদি প্রবাসী আমির হোসেন এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন তারই চাচাতো ভাই শাহাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ মহিনের পরামর্শে এই দোকানটি ক্রয় করেন এখন তারই তত্ত্বাবধানে সম্পূর্ণ হচ্ছে কাজটি। কবির হোসেনের মোবাইলে যোগাযোগ করলে তিনি সরকারি খালের উপরে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের কথা তিনি স্বীকার করেন।
দীর্ঘদিনের পুরাতন মসজিদের আবু বকর সিদ্দিক (রাঃ) এর কিছু অংশ সরকারি খালের উপরে পড়ায় কাজটি বন্ধ করে দিলেও একই খালের উপরে সম্পূর্ণ অবৈধভাবে প্রশাসনের কোনরকম বাধা ছাড়া দোকান ঘর নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
এই বিষয়ে শাহাপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার মহিনের সাথে যোগাযোগ করলে তিনি সরকারি খালের উপর অবৈধভাবে দোকান তোলার বিষয়ে তার সহযোগিতার বিষয়টি অস্বীকার করেন।
এই বিষয়ে শাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন সরকারি খালের উপরে অবৈধ দোকান ঘর নির্মাণে তার সহযোগিতার কথা স্বীকার করে বলেন অনেকে দোকান ঘর তুলেছে, বিষয়টি উপজেলা প্রশাসন অবগত আছেন।
চাটখিল উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) উজ্জ্বল রায় কিছুদিন পূর্বে সরকারি খালের উপরে মসজিদ ও কয়েকটি দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন বর্তমানে তিনি ট্রেনিং এর জন্য ঢাকায় অবস্থান করছেন এবং এখন সরকারি খালের উপরে অবৈধভাবে নির্মাণাধীন দোকান ঘর গুলোর ব্যাপারে তিনি অবগত নয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া বলেন সরকারি খালের উপরে অবৈধভাবে নির্মাণাধীন দোকান ঘর গুলোর ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। এবং যদি এ রকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্য অভিযান পরিচালনা করে তা গুঁড়িয়ে দেওয়া হবে।