নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিলে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজা কতৃক সন্ত্রাসী হামলার শিকার হয়ে ধারালো দায়ের আঘাতে দাঁত হারালেন আবুল হোসেন (৬০) নামের এক ব্যক্তি।
শনিবার দুপুর ২ ঘটিকায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর মোজাফফর মাস্টার বাড়ির এই ঘটনা ঘটে।
এই ঘটনায় চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আবুল হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মোজাফফর মাস্টার বাড়ির আবুল হোসেন (৬০) এর সাথে তার বড় ভাই আনোয়ার হোসেন সহিত জায়গা জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরত চলে আসছে, তারই ধারাবাহিকতায় শনিবার দুপুর ২ টায় আবুল হোসেনের খরিদ কৃত ভোগদখলিও ভূমিতে থাকা বাঁশের বেড়া ভাঙচুর করে দখলের পায়তারা করে তার ভাতিজারা। এ সময় আবুল হোসেন দখলে বাধা দিলে তার বড় ভাই আনোয়ার হোসেনের ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে তার উপরে হামলা করে, তখন তার ভাতিজা মনোয়ার হোসেন ওরফে মুন্সির (৪০) ধারালো দায়ের আঘাতে মাথায় মারাত্মকভাবে জখম হয়, সেই সাথে নিচের মাড়ির দুটি দাগ পড়ে যায়। এ সময় আবুল হোসেন ও তার সন্তানদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চাটখিল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
মনোয়ার হোসেন মুন্সী মুঠোফোনে হামলার বিষয়ে জানতে চাইলে, তিনি দাবি করেন তাদের নিজেদের জায়গা নিজেরা দখল করতে গেলে তার চাচা এবং চাচাতো ভাইরা এসে বাধা দেয় এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আর এই সময় তার চাচা আবুল হোসেন মাথায় ও দাঁতে আঘাত পায়।
মামলা তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল খায়ের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন আমরা অতি দ্রুত তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।