সাইফুল ইসলাম রিয়াদ: নোয়াখালী চাটখিল উপজেলার মল্লিকা দিঘীরপাড় বাজারে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকেল ৫ টায় ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের সাবেক সহ-সভাপতি মাওলানা আব্দুল বাতেনের সভাপতিত্বে ও সাবেক সহকারি সেক্রেটারি মাওলানা খোরশেদ আলম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা কর্ম পরিষদ সদস্য, চাটখিল উপজেলা সাবেক আমির ও কড়িহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাটখিল উপজেলা সেক্রেটারি এইচ এম রিয়াজ, মল্লিকা দিঘির পাড় সমাজ কল্যাণ পাঠাগারের সাবেক সেক্রেটারি আবুল হোসেন রাজন, রামনারায়ণপুর ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবির সুমন, ছাত্র শিবিরের চাটখিল থানা দক্ষিণের সভাপতি ইয়াসিন আরাফাত ও সেক্রেটারি রাকিবুল ইসলাম।
উক্ত প্রোগ্রামে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ বদিউজ্জামান হিফয মাদ্রাসার প্রধান এবং সেনের বাড়ি মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খিলপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম আজাদ, খিলপাড়া ইউনিয়ন সহসভাপতি সিরাজুল ইসলাম প্রমূখ।
উক্ত মল্লিকা দিঘির পাড় ইসলামি সমাজ কল্যাণ পাঠাগারটি ২০১৪ সালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা কুরআন হাদীস ও ইসলামী সাহিত্য সহ চেয়ার টেবিল ভাংচুর করে সবকিছুতে আগুন লাগিয়ে দেয়। দীর্ঘ ১০ বছর পর পুনরায় তা আজ চালু করা হয়।