নোয়াখালীর বার্তা ডটকম: নোয়াখালীর চাটখিলে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ অ্যাসোসিয়েশন) চাটখিল উপজেলা শাখা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে চাটখিল উপজেলা নকল নবিশ অ্যাসোসিয়েশন সভাপতি জাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মবিরতি পালন করেন সকল নকল নবিশ।
এ সময় নেতৃবৃন্দ জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
চাকরি জাতীয়করণের দাবি বাস্তবায়নের লক্ষে সারাদেশের ন্যায় চাটখিলের নকল নবিশদের কর্মবিরতি পালিত হয়।
এ ব্যাপারে নকল নবিশরা জানান, আমাদের কলম, খাতা এবং বসার স্থানটা পর্যন্ত সরকারি অফিসে। কিন্তু আমাদের চাকরি সরকারি নয়। অতি দ্রুত নকল নবিশদের চাকরি স্থায়ী করতে হবে। এছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে।
নকল নবিশদের নারী সদস্যরা জানান, আমরা কোনো উৎসব ভাতা ও বোনাস পায় না। এমনকি মাতৃকালীন ছুটি পর্যন্ত আমাদের দেওয়া হয় না। এই বৈষম্য থেকে আমাদেরকে বের করে সারাদেশের নকল নবিশদের চাকরি স্থায়ীকরণ করতে হবে।