নোয়াখালীর বার্তা ডটকম: নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় প্রচেষ্টা ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, গবাদি পশু, সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
শনিবার ২ নভেম্বর সকালে সোনাইমুড়ী উপজেলা ৫০ টি পরিবারকে ঘর নির্মাণের জন্য ৫০ বান ঢেউটিন, ১৫ টি পরিবারকে সেলাই মেশিন, ১৮ টি পরিবারেকে ছাগল ও দুইটি পরিবারকে গরু গৃহে পালনের জন্য সহায়তা হিসেবে দেওয়া হয়।
বিকেলে চাটখিল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৪ টি পরিবারকে ঘর নির্মাণের জন্য ৪৪ বান ঢেউটিন, ১৫ টি পরিবারের মাঝে এই সেলাই মেশিন, একটি পরিবারকে গৃহে পালনের জন্য একটি গরু ও ১৫ জন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা করা হয়।
উক্ত অনুষ্ঠানে চাটখিল দারুল আরকাম দাখিল মাদ্রাসা সুপার নূর হোসেন রিয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচেষ্টা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিন হাসান, চাটখিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর মোহাম্মদ, চাটখিল কামিল মাদ্রাসা সহকারি অধ্যাপক আ.ন.ম মাসুম বিল্লাহ, প্রচেষ্টা ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য ও ঢাকাস্হ চাটখিল উন্নয়ন পরিষদের সেক্রেটারী আবুল হোসেন রাজন, ট্রাস্টের উদ্যোক্তা হাদিউজ্জামান এবং ট্রাস্টের সদস্য মাইন উদ্দিন ইমন প্রমুখ।