নোয়াখালী সংবাদ | তারিখঃ February 15th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 6337 বার
স্টাফ করেসপন্ডেন্টঃ শুক্রবার সকালে সুমনা গ্রুপের এমডি রুবাইয়াত ইসলাম মন্টির পৃষ্ঠপোষকতায় চাটখিল উপজেলার স্টুডেন্ট ফোরাম অব হটপুকুরিয়ার আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরনী অনুষ্ঠান স্থানীয় হলি চাইল্ড কিন্ডার গার্টেন মাঠে অনুষ্ঠিত হয়।
রবিউল ইসলাম রবিনের সভাপতিত্বে হাসান খলিফার সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধেন অতিথি ছিলেন, বিশিষ্ট অনলাইন এক্টিভেটিস্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক এডভোকেট ইয়াছিন করিম।
বিশেষ অতিথি ছিলেন, খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি মামুনুল ইসলাম, প্রিয় নোয়াখালী সম্পাদক কামরুল কানন, সিরাজুল ইসলাম মেম্বার, ইটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল মতিন, গোলাম সরোয়ার খোকা, খিলপাড়া স্কুলের ম্যানিজিং কমিটির সদস্য তোফাজ্জল হোসেন, দন্ত চিকিৎসক
ডা.আবদুল্লাহ আল মামুন, তরুন সমাজ কর্মী আবদুল মান্নান সুজন, হলি চাইল্ড কিন্ডার গাটেনের পরিচালক সোহেল হোসেন।
Leave a Reply