

নোয়াখালীর বার্তা ডটকম: নোয়াখালী চাটখিল উপজেলার রামনারায়পুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে শুরু হয়েছে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে স্থানীয় অসহায় ও দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে।
সেপ্টেম্বর ২০২৫ থেকে প্রতি মাসের প্রথম বুধবার নিয়মিতভাবে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। শহীদ জিয়া স্মৃতি সংসদের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো, আর্থিক অসুবিধার কারণে যারা চোখের চিকিৎসা নিতে পারেন না, তাদেরকে পর্যাপ্ত সেবা প্রদান করা।
এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করছে চাটখিল চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টার (প্রাঃ)। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের চক্ষু সমস্যা শনাক্ত ও চিকিৎসা সেবা প্রদান করবেন।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোরশেদ আলম এ ব্যাপারে বলেন, “গ্রামের সাধারণ মানুষ যেন আর্থিক অসুবিধার কারণে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হয়—সেজন্যই আমরা এই কার্যক্রম শুরু করেছি।”
এ উদ্যোগের মাধ্যমে এলাকার জনগণ অত্যন্ত স্বস্তি ও খুশি। তারা আশাবাদী যে, এই ধরনের চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে অনেক অসহায় মানুষ চিকিৎসা সুবিধা পাবেন এবং তাঁদের জীবনমান উন্নত হবে।
চক্ষু চিকিৎসার এই ক্যাম্পটি চাটখিলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে গণ্য হচ্ছে।