নোয়াখালী সংবাদ | তারিখঃ March 28th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 9227 বার
নোয়াখালীর বার্তাঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, চারটি রামদা ও একটি শাবল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে অপু আহমেদ, একলাশপুর এলাকার সামছুল হক মেম্বারের ছেলে রেজাউল হক রনি ও মীরওয়ারিশপুর এলাকার সেলিম উদ্দিনের ছেলে আলা উদ্দিন।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, আলীপুর এলাকায় কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ম্যাগাজিন, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, চারটি রামদা ও একটি শাবলসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’
Leave a Reply