নোয়াখালী সংবাদ | তারিখঃ May 10th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 9355 বার
নোয়াখালীর বার্তাঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে কামাল উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর কচ্ছপিয়া গ্রামের হাজী মালেকের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন ওই বাড়ীর হাজী আব্দুল মালেকের ছেলে। তিনি স্থানীয় হারিছ চৌধুরী বাজারের একজন হোটেল ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বোতলে করে পানি নিয়ে নিজেদের ঘরে থাকা ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রাখছিলেন কামাল উদ্দিন। অনেক দিনের পুরাতন হওয়ায় ফ্রিজটি বিদ্যুতায়িত হয়ে থাকে। পানি রাখার জন্য ফ্রিজ খোলার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে কামালের মৃত্যু হয়।
চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, এ বিষয়ে কেউ থানায় অবগত করেনি।
Leave a Reply