নোয়াখালী সংবাদ | তারিখঃ May 12th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 11634 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় তাদের কাছ থেকে একটি এলজি, একটি কার্টুজ ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
শনিবার রাতে কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুতুবপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন (৩৮) ও একই এলাকার আমজাদ হোসেন ওরফে খালাসি সুমন (২৯)।
রোববার দুপুরে গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। পরে দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Leave a Reply