নোয়াখালীর বার্তা ডটকমঃ সরকারের হাতে থাকা নথির তথ্য-উপাত্তের ভিত্তিতে একাত্তরে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর বেতনভোগী ১০ হাজার ৭৮৯ জন স্বাধীনতা বিরোধীর প্রথম তালিকা করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হেফাজতে থাকা দালিলিক প্রমাণের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।তালিকাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো তালিকা প্রকাশ করা হবে।
প্রথম দফায় প্রকাশিত তালিকায় নাম এসেছে নোয়াখালী জেলার ১২ জন স্বাধীনতা বিরোধীর। তাদের মধ্যে ৫ জন সুধারাম সদর উপজেলার,৩ জন বেগমগঞ্জ উপজেলার এবং ৪ জন কোম্পানীগঞ্জ উপজেলার।
তারা হলেন-সুধারামের আলহাজ্ব আমিনুল্লাহ চৌধুরীর ছেলে সিদ্দিকুল্লাহ চৌধুরী, মৌলভী শাহাদাত হোসেনের ছেলে সৈয়দ মোঃ শামসুল আলম, মৌলভী নুর আহমেদের ছেলে আবদুল মোমেন, মোঃ হোসেন মিয়ার ছেলে ফয়েজ আহমেদ মিয়া, মৌলভী আতিকুল্লাহর ছেলে মাষ্টার আবদুল ওদুদ।
বেগমগঞ্জের লোহান আলী কেরানীর ছেলে সিরাজুল ইসলাম, মৌলবী মনতাজ মিয়ার ছেলে মনিরুদ্দিন, মাওলানা সাইদ আশরাফ আলীর ছেলে মাওলানা সাইদ মোহাম্মদ আতাউল কাদরি।
কোম্পানীগঞ্জের হাজী শেখ আহমেদ মিয়ার ছেলে মাহফুজুল হক মিয়া, মুন্সি লুৎফুল হকের ছেলে মাওলানা জয়নাল আবেদীন,মৌলবী আমিন উল্যাহর ছেলে একরামুল হক, সাইদ আহমদের।