নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবণুনাশক ঔষধ ছিটানোর কর্মসূচির আয়োজন করেন সোনাইমুড়ী পৌরসভা মেয়র মোতাহের হোসেন মানিক।
রবিবার বেলা ১২ টায় পৌর বাজারের বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়। এছাড়াও জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ, পাশাপাশি পৌরসভার প্রতিটি মসজিদে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। গরীব ও অসহায় মানুষদের ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তালিকা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর লোকমান হোসেন, জসিম উদ্দিন, হাফেজ আবু বকর সিদ্দিক দুলাল, ইসমাইল মোল্লাাসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সোনাইমুড়ী পৌর মেয়র মোতাহের হোসেন মানিক বলেন, সরকারি নির্দেশনা মানা সকল নাগরিকের কর্তব্য। সবাই ঘরে থাকার চেষ্টা করবেন। সরকারি সহায়তার বাহিরে অসহায় মানুষদের ত্রাণের প্রয়োজন হলে পৌরসভার রাজস্ব ফান্ড থেকে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।