নোয়াখালীর বার্তা ডটকমঃ ৫ম ধাপে অসচ্ছল আরো দেড়শত পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রবাদি বাড়িতে পৌছিয়ে দিয়েছে নিভৃতে কাজ করা চাটখিল উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামী কালচারাল সেন্টার। শুক্রবার সকালে সংগঠনটির প্রধান কার্যালয় উপজেলার সোনাচাকা বাজার থেকে স্বেচ্ছাসেবীরা মোটর বাইকে চেপে অসচ্ছল পরিবার গুলোতে এই সামগ্রী পৌঁছিয়ে দেয়।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আনোয়ার মাসুদ, চাটখিল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ দিপ্তী, উপজেলা কৃষি কর্মকর্তা সহ সংগঠনটির স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান,বিগত ২০ বছর থেকে সোনাচাকা ইসলামী কালচারাল সেন্টার নানা ধরনের সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তা উপজেলায় বিরল। এই করোনা দুর্যোগেও সংগঠনটি এই নিয়ে ৫ম বার ত্রান কার্য চালিয়েছে। এর আগে ৪ বার ৫ শাতাধীক অসচ্ছল পরিবারের তারা খাদ্য সহায়তা পৌছিয়ে ছিল।
সংগঠনের সভাপতি জাকির হোসেন (শাহ আলম) বলেন, যাদের সহযোগীতা ও অক্লান্ত পরিশ্রমে আমরা অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। সে সাথে তিনি জানান, কাজ করতে গিয়ে তিনি শিশুদের খাবারের সংকট দেখে ব্যথিত হয়েছেন। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন ঈদের পর তারা শিশু খাদ্য পৌছাবেন হতদরিদ্র শিশুদের পরিবারে। এ ব্যপারে কেউ তাদের সহযোগীতা করতে চাইলে ০১৮২২১২৩২১৩ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।