সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার সুন্দর এলাকা থেকে চাঞ্চল্যকর রিকশা চালক আব্দুস সাত্তার হত্যা মামলার অন্যতম আসামি মো. মোহনকে (২৩) গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ।
বুধবার ভোররাতে চাটখিল থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। মোহন চাটখিল পৌরসভার সুন্দর পুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
এই বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম নোয়াখালীর বার্তা ডটকমকে জানান গত ২১ জুলাই রাত ০৯.০০ ঘটিকার সময় আমার মোবাইলে কল অাসে চাটখিল পৌরসভার ইউসুফ অালী তফাদার বাড়ির সামনে একটি অজ্ঞাতনামা লাশ পড়ে অাছে। সংবাদপ্রাপ্তির সাথে সাথে আমি একটা টিম নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল পরিদর্শন শেষে আমরা ধারনা করি ভিকটিম একজন রিক্সা চালক। ঘটনাস্থল থেকে রিক্সা,ছেড়া শার্টের টুকরা ও মেয়েদের ওড়না জব্দ করি। ভিকটিমের টাকাও তার নিকট অাছে। বারবার প্রশ্ন জাগে, তাহলে এই নিরহ রিক্সা চালক কে, কে হত্যা করবে? কার সাথে নিরহ, গরীব রিক্সা চালকের শত্রুতা। তাহলে কি মেয়েলি কোন সমস্যা নাকি ছিনতাই। হত্যাকান্ড নিয়ে নোয়াখালী মাননীয় পুলিশ সুপার আলমগীর হোসেন মহোদয়ের সাথে অালোচনা করি, তিনি পরামর্শ দেন যে হত্যাকারী ঐ এলাকার কেউ হবে। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের পরামর্শক্রমে সে রাতেই চলে নির্ঘুম তদন্ত।ভোর বেলায় আমরা জানতে পারি ওড়না ও শার্ট পরে এক বখাটে ঘটনাস্থলের পাশে এক চায়ের দোকানে ঘটনার দিন সন্ধ্যায় অপর একজন সহ চা পান করেছে। উক্ত সংবাদের সূত্রধরে ঘটনাস্থলের পাশের বাড়ি থেকে মোহন ভোরে গ্রেফতার করি।গ্রেফতারের পর মোহন হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে ঘটনার বর্ণনা দেন। বিজ্ঞ অাদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করে। এভাবে আমরা একটি ক্লুলেস মামলার রহস্য ২৪ ঘন্টার মধ্যে উদঘাটন করি।