নোয়াখালীর বার্তা ডটকমঃ নৌবাহিনী কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় জামাতা ইরফান সেলিম জড়িত নয় বলে দাবি করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও ইরফান সেলিমের শ্বশুর একরামুল করিম চৌধুরী।
তিনি বলেন, ইরফান সেদিন ওই ঘটনাস্থলে ছিলেন না। সামান্য ভুল বোঝাবুঝির কারণে তাকে জড়ানো হয়েছে। তবে বর্তমানে এ ঘটনায় সরকার হস্তক্ষেপ করেছে। এ ঘটনার অবসান হবে।
আজ (সোমবার) দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি কমিউনিটি সেন্টারে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি।
এমপি জামাতার গ্রেপ্তার বিষয়ে সম্প্রতি পুরো দেশের মতো নোয়াখালীতে নানা আলোচনা-সমালোচনার জন্ম হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি বিরোধীরা নানা নেতিবাচক পোস্টও করেন। মূলত তাদের উদ্দেশ্য করে সাংবাদিকদের এসব কথা বলেন সাংসদ।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরো বলেন, জেলার উন্নয়নে সাংবাদিকদের আরো বেশি ভূমিকা রাখতে হবে। জেলায় সড়কের ব্যাপক উন্নয়ন হচ্ছে। সড়ক উন্নয়ন মানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এ বিষয়গুলো তুলে ধরারও আহ্বান জানান তিনি।