নোয়াখালীর বার্তা ডটকমঃ সততা, নিষ্ঠা আর আন্তরিকতার সাথে কাজ করলে আত্মসন্তুষ্টির পাশাপাশি কর্মক্ষেত্রে গ্রহণযােগ্যতা বাড়ে। আর যেকোনা স্বীকৃতি কাজের গতি বাড়িয়ে দেয়। সড়ক ও জনপথ বিভাগ, কুমিল্লায় কর্মরত থেকে কর্মক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ সম্মাননা পেলেন উপ-সহকারি প্রকৌশলী নোয়াখালী চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের কৃতি সন্তান মাে. মাজহারুল হক।
২০১৯-২০অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভূক্ত প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন প্রকল্প কাজের গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে অনবদ্য দায়িত্বশীল ভূমিকা রাখায় শ্রেষ্ঠ উপ-সহকারি প্রকৌশলী মনােনীত হওয়ায় মাে. মাজহারুল হককে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন সড়ক ও জনপথ, কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মােহাম্মদ আহাদ উল্লাহ ও উপ-বিভাগীয় প্রকৌশলী মাে. রােজা-ই-রাব্বি।
নির্বাহী প্রকৌশলী ড. মােহাম্মদ আহাদ উল্লাহ বলেন- যেকোন ভালাে কাজের স্বীকৃতি প্রাপ্তিটা একটা পরম পাওয়া। এ রকম স্বীকৃতি কাজের স্পৃহাকে আরও বাড়িয়ে দেয়, দায়িত্বশীল করে তুলে এবং স্ব-স্ব কর্মক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা তৈরি করে।
অনুভূতি প্রকাশ করে উপ-সহকারি প্রকৌশলী মো. মাজহারুল হক বলেন-‘এ সম্মাননা আমার সামনের পথকে আরও প্রশস্ত করবে এবং কাজের স্পৃহা বাড়িয়ে দেবে।