চাটখিলে বিএনপির দুু’গ্রপের সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দলের নির্ধারিত কর্মসুচী পন্ড হয়ে যায়। আহত হয় উভয় গ্রুপের ১০ জন।
শনিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের তথ্য সংগ্রহ কর্মসুচী উপলক্ষ্যে দলটির উপজেলা কার্যালয়ে উপস্থিত হন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ বেশ বয়েকজন নেতা। এ নিয়ে কেন্দ্রীয় বিএনপি সদস্য মামুনুর রশিদের গ্রুপ দাবি করে এই কর্মসুচী তাদের লোকজনদের এড়িয়ে এক তরফাভাবে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যরিস্টার খোকন গ্রুপের নেতা কর্মীদের নিয়ে করা হয়। এতে মামুনের লোকজন হামলা করে কর্মসুচী পন্ড করে দেয় এবং দু’গ্রুপের সংঘর্ষ বেধে যায় এতে উভয় গ্রুপের ১০জন আহত হয়। ব্যাপক ভাংচুর করা হয় উপজেলা দলীয় কার্যালয়ে। আহতদের মধ্যে রয়েছে ছাত্রদল নেতা রুপক,মোহন,রুবেল, নুর মোহাম্মদ।
সন্ধ্যায় মামুন গ্রুপ উপজেলা কার্যালয় নিজেদের দখলে নিয়ে তালা দিয়ে দেয়।
এ নিয়ে পৌর বাজারে উত্তেজনা বিরাজ করেছে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম সংঘর্ষের কথা স্বীকার করে বলছেন, এ ঘটনায় এক পক্ষ মামলা করেছে।