নোয়াখালীর বার্তা ডটকমঃ গণহারে টিকা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে নোয়াখালীতে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন মেলার আয়োজন করেছে সিভিল সার্জন। মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী শিল্পকলা একাডেমিতে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
আয়োজকরা জানান, মেলা চলবে আগামী তিন দিন। মেলায় ১৫টি বুথে চলছে এই রেজিস্ট্রেশন কার্যক্রম। নারী, পুরুষ ছাড়াও মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের জন্যও আলাদা বুথ করা হয়েছে। রেজিস্ট্রেশনে সহযোগিতার জন্য স্কাউটসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা সহায়তা করছেন। সাধারণ মানুষকে সচেতন করা ও কোনো প্রকার হয়রানি ছাড়া রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই মূলত এই মেলার আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, পুলিশ সুপার আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারসহ জেলায় কর্মরত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।