নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল পৌর বাজারে অবস্থিত ইসলামিয়া ডায়াবেটিস সেন্টারে উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার চাটখিল ইসলামিয়া ডায়াবেটিস সেন্টারে কার্যালয় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহর সভাপতিত্বে ইসলামিয়া ডায়াবেটিস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা রহমতুল্লাহর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি.এম.এ নোয়াখালী শাখার সভাপতি ডাঃ এম এ নোমান এসময় তিনি করোনা পরিস্থিতিতে দেশের জন্য দোয়া প্রার্থনা করেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মফিজুর রহমান এসময় তিনি তার বক্তব্যে, যে কোন রোগের চিকিৎসায় রোজার বিকল্প নেই বলে রোজার তাৎপর্য তুলে ধরেন এবং দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, মাওলানা মনিরুজ্জামান, সাংবাদিক দিদারুল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার সাবেক কাউন্সিলর জামাল হোসেন, চাটখিল উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন সজীব, মোজাম্মেল হোসনে রিয়াজ প্রমুখ।