সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত
চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে মূলপ্রবন্ধ উপস্থাপন ও ধূমপান, তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার কাজী মইনুল হোসেন।
তামাক বিরোধী আইন প্রয়োগ উপর প্রশিক্ষণের একটি পাঠ পরিচালনা করেন চাটখিল থানা ওসি তদন্ত হুমায়ন কবির। তামাক ব্যবহারে স্বাস্থ্যের ক্ষতিকারক দিকের ওপর আলোকপাত করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রক ডাক্তার তামজিদ হোসেন।
পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান মুক্ত করণ বিষয়ক প্রশিক্ষণের আরেকটি পাঠ পরিচালনা করেন চাটখিল উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালার টির সমন্বয়কারী হিসেবে ছিলেন চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভুঁইয়া।
প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচএম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রজি শাহিন, চাটখিল উপজেলা যুব কর্মকর্তা ফয়েজ আহম্মেদ। চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর,চাটখিল উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকি ফরহাদ।
কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষিক, সুধী সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে তামাক নিয়ন্ত্রণে মোবইল কোর্ট পরিচালনা, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান মূক্ত করণ, তামাক বিরোধী প্রচারণা ও তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ বিষয় কমিটি ভুক্ত সদস্যদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।