নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে মসজিদে বুথ বানিয়ে হয়েছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ। মসজিদে ভোটগ্রহণ করা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
রোববার (২৬ ডিসেম্বর) ধানশালিক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লামছি প্রসাদ শাহ জিন্নাত উল্লাহ ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, মাদরাসা কেন্দ্রের দুটি বুথে নারীদের ভোটগ্রহণ চলছে। তবে পুরুষদের জন্য মসজিদে দুটি বুথ স্থাপন করে ভোট নেওয়া হচ্ছে।
কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক মো. আবুল বাশার বলেন, কেন্দ্রটিতে ভোটগ্রহণের জায়গা ছিল না। এ কারণে সবার সঙ্গে কথা বলে মসজিদের বারান্দায় দুটি বুথ স্থাপন করা হয়েছে।
কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, জায়গা সংকটের কারণে প্রার্থীদের সঙ্গে কথা বলে মসজিদে দুটি বুথ স্থাপন করা হয়েছে। মূলত প্রার্থীদের সম্মতিতে দ্রুত ভোটগ্রহণের জন্য মসজিদে বুথ স্থাপন করা হয়েছে।