নোয়াখালীর সুবর্ণচরে চেম্বার খুলে ব্যবস্থাপত্র দেওয়ায় রাখাল দেবনাথ নামের এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হারিচ চৌধুরী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া।
তিনি বলেন, দেবনাথ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। সেখানে বসে অবৈধভাবে ব্যবস্থাপত্র দিচ্ছিলেন রাখাল দেবনাথ। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।