নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সে শুভ উদ্বোধন করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩২টি পরিবারের সদস্যদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন।
বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে দশটা উপজেলা সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রায়ন-২ প্রকল্পের একযোগে সারাদেশে নতুন ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও ঘরের চাবি দলিল হস্তান্তরে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও এক্টিভ ফাউন্ডেশন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো আলী হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমদ্দার প্রমুখ।
চাটখিল উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চাটখিল উপজেলায় ৩২টি সহ সারাদেশে জমিসহ ৩৯,৩৬৫টি দু’কক্ষ বিশিষ্ট বাসগৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর এবং একই সাথে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, ইতিমধ্যে সারাদেশে ৭টি জেলা ৩৯৩৬৫ টি ঘর প্রদান ও ১৫৯৯টি উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।